সাবধান আপনি বিপদে পড়ছেন না তো?যেসব বিউটি ক্যামেরা Apps এ বিপদ।

 


সাবধান আপনি বিপদে পড়ছেন না তো?যেসব বিউটি ক্যামেরা Apps এ বিপদ।

আসসালামু আলাইকুম Allintosob ওয়েব সাইটে আপনাকে স্বাগতম।

আমাদের হাতে থাকা স্মার্ট ফোনে অন্যসব প্রয়োজনীয় অ্যাপসের মতোই অনেকেই বিভিন্ন ধরনের ফিচারের ক্যামেরা অ্যাপস ব্যবহার করে থাকেন৷

কিন্তু গুগল (Google)এর এক অনুসন্ধানে দেখা গেছে আকর্ষণীয় ফিচারের এরকম ৩৬ টি ক্যামেরা অ্যাপস থেকে আমাদের হাতে থাকা স্মার্টফোনে ম্যালাশিয়াস অ্যাডওয়ার ফাংশন ছড়ায়৷ যা ইতোমধ্যেই গুগল (Google) তাদের প্লে স্টোর (playstore) থেকে অ্যাপস গুলো মুছে দিয়েছে৷


গুগল (Google) জানায়, ২০১৯ এর দ্বিতীয়ার্ধে অ্যাপস এর ডেভেলপাররা এসব ক্যামেরা অ্যাপসগুলো তাদের প্ল্যাটফর্মে (Google Play Store) পাবলিশ করা হয়েছে৷ অ্যাপস এর ডেভেলপাররা এসব অ্যাপের মাধ্যমে ম্যালাশিয়াস কনটেন্ট ছড়িয়ে গুগলের সিকিউরিটি স্ক্যান (Scan) হাতিয়ে নেয়৷


বট (BOT) মিটিগেশন কোম্পানি হোয়াইট অপস জানায়, এসব অ্যাপস ব্যাবহারকারি চাইলেই সহজে এই অ্যাপসটি আনইনস্টল করতে পারে না এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসগুলোর আইকন ফোন থেকে মুছে যায় বা লুকিয়ে থাকে৷


এখন আপনি যদি এসব অ্যাপসগুলোর মধ্যে কোনোটি অ্যাপ আপনার স্মার্ট ফোনে ইনস্টল করে থাকেন তাহলে এখনই সেই অ্যাপস টি ডিলিট করার পরামর্শ দিয়েছে গুগল৷ আমি আপনাদের অ্যাপস গুলো চেনার সুবিধার্থে  নিচে অ্যাপগুলোর নাম লিখে দিলাম:


ইয়োর্কো ক্যামেরা, সউলো ক্যামেরা, লাইট বিউটি ক্যামেরা (Light beauty camera), বিউটি কলাজ লাইট(Beauty collage lights), বি৬১২-বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা, ফটো কলাজ অ্যান্ড বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা, গ্যাটি বিউটি ক্যামেরা, প্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, কার্টুন ফটো এডিটর- সেলফি আর্ট ক্যামেরা, বেনবু সেলফি বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা -বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, মুড ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা (Mood Photo Editor and Selfie Beauty Camera), রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ফগ সেলফি বিউটি ক্যামেরা, ফার্স্ট সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর (First Selfie Beauty Camera and Photo Editor), ভানু সেলফি বিউটি ক্যামেরা, সান প্রো বিউটি ক্যামেরা, ফানি সুইট বিউটি ক্যামেরা, লিটল বি বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর প্রো (Beauty Camera and Photo Editor Pro), গ্রাস বিউটি ক্যামেরা, এলি বিউটি ক্যামেরা, ফ্লাওয়ার বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা - বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর(Best Selfie Camera and Photo Editor), অরেঞ্জ ক্যামেরা, সানি বিউটি ক্যামেরা ফ্রি, ল্যান্ডি সেলফি বিউটি ক্যামেরা, নুট সেলফি ক্যামেরা, রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, আর্ট বিউটি ক্যামেরা -২০১৯, এলিগেন্ট বিউটি ক্যাম-২০১৯, সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফানি ফিল্টারস,(Selfie Beauty Camera and Funny Filters) সেলফি বিউটি ক্যামেরা প্রো, প্রো সেলফি বিউটি ক্যামেরা৷(Pro Selfie Beauty Camera)

আশা করি আর্টিকেল টি আপনার কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিত্যনতুন টিপস পেতে প্রতিদিন ভিজিট করুন ধন্যবাদ।

Post a Comment (0)
Previous Post Next Post