The reasons behind the names of 10 different companies are ১০টি বিভিন্ন কোম্পানির নামের পিছনের কারন Allintosob

প্রিয় বন্দুরা কেমন আছেন আশা করি ভালো আছেন,আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ১০টি বিভিন্ন কোম্পানির নামের পিছনের কারন-যা যেনে আপনার জ্ঞানের ভান্ডার কিছুটা হলেও খুলবে আর আমার এই Website এ প্রতিদিন ভিজিট করতে ভুলবেন্না।

১০টি বিভিন্ন কোম্পানির নামের পিছনের কারন Allintosob


1.Mercedes --Mercedes এই কোঃ আমরা সবাই চিনি এটি একটি গাড়ির কোঃ এই কোম্পানির প্রতিষ্ঠাতার কন্যার নাম Mercedes

2.Nokia - এই নামটি আমাদের সবার মাজেই জানা এটি একটি মোবাইল কোম্পানি ফিনল্যান্ডেরএকটি শহরের নাম।


3.Pepsi - আমরা প্রচন্ড গরমে শরিরে প্রশান্তি আনার জন্য যে কোমল পানীয় পান করি Pepsi হচ্ছে তার মধ্যে একটি  মানুষের অন্ত্রের Pepsin এনজাইমের সাথে সম্পর্কিত …


4.Honda -এটি একটি মোটরসাইকেল কোম্পানি এই কোম্পানির মালিকের নাম Soicho ro Hondo তাই উনার নামের সাথে নামকরণ করে Honda রাখা হয়েছে।


5.Sony - এটি একটি ইলেকট্রনিকস কোম্পানি এই  sony নামটি এসেছে ল্যাটিন শব্দ 'sonus' থেকে যার অর্থ হচ্ছে শব্দ …


6.Maggi - খাদ্য জগতে আমাদের সাথে জড়িয়ে আছে Maggi নুডুলস যা ছোট বড় সবার প্রিয়, খাদ্য প্রস্তুতকারী এই কোম্পানিটির মালিকের নাম Julius Maggi তাই এই মালিকের নাম অনুশারে Maggi রাখা হয়েছে 


7.Suzuki - এটিও একটি মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশে এই Suzuki মোটরসাইকেল এর প্রচুর চাহিদা যাই হোক এই  প্রতিষ্ঠানটির মালিকের নাম Michio Suzuki তাই বুজতেই পারছেন Michio বাদ দিয়ে Suzuki রাখা হয়েছে। 

8.Samsung -এই কোম্পানি টি হচ্ছে ইলেকট্রনিকস কোম্পানি কোরিয়ান শব্দটির অর্থ তিন তারকা… 


9.Toyota - এটি একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠতার নাম Sakichi Toyoda তাই Toyota রাখা হয়েছে।


10.Yamaha -এই প্রতিষ্ঠাতার নাম Torakusu Yamaha তাই উনার নামে এই কোম্পানি। 

আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে।শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।

Post a Comment (0)
Previous Post Next Post