প্রিয় বন্দুরা কেমন আছেন আশা করি ভালো আছেন,আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ১০টি বিভিন্ন কোম্পানির নামের পিছনের কারন-যা যেনে আপনার জ্ঞানের ভান্ডার কিছুটা হলেও খুলবে আর আমার এই Website এ প্রতিদিন ভিজিট করতে ভুলবেন্না।
1.Mercedes --Mercedes এই কোঃ আমরা সবাই চিনি এটি একটি গাড়ির কোঃ এই কোম্পানির প্রতিষ্ঠাতার কন্যার নাম Mercedes
2.Nokia - এই নামটি আমাদের সবার মাজেই জানা এটি একটি মোবাইল কোম্পানি ফিনল্যান্ডেরএকটি শহরের নাম।
3.Pepsi - আমরা প্রচন্ড গরমে শরিরে প্রশান্তি আনার জন্য যে কোমল পানীয় পান করি Pepsi হচ্ছে তার মধ্যে একটি মানুষের অন্ত্রের Pepsin এনজাইমের সাথে সম্পর্কিত …
4.Honda -এটি একটি মোটরসাইকেল কোম্পানি এই কোম্পানির মালিকের নাম Soicho ro Hondo তাই উনার নামের সাথে নামকরণ করে Honda রাখা হয়েছে।
5.Sony - এটি একটি ইলেকট্রনিকস কোম্পানি এই sony নামটি এসেছে ল্যাটিন শব্দ 'sonus' থেকে যার অর্থ হচ্ছে শব্দ …
6.Maggi - খাদ্য জগতে আমাদের সাথে জড়িয়ে আছে Maggi নুডুলস যা ছোট বড় সবার প্রিয়, খাদ্য প্রস্তুতকারী এই কোম্পানিটির মালিকের নাম Julius Maggi তাই এই মালিকের নাম অনুশারে Maggi রাখা হয়েছে
7.Suzuki - এটিও একটি মোটরসাইকেল কোম্পানি বাংলাদেশে এই Suzuki মোটরসাইকেল এর প্রচুর চাহিদা যাই হোক এই প্রতিষ্ঠানটির মালিকের নাম Michio Suzuki তাই বুজতেই পারছেন Michio বাদ দিয়ে Suzuki রাখা হয়েছে।
8.Samsung -এই কোম্পানি টি হচ্ছে ইলেকট্রনিকস কোম্পানি কোরিয়ান শব্দটির অর্থ তিন তারকা…
9.Toyota - এটি একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠতার নাম Sakichi Toyoda তাই Toyota রাখা হয়েছে।
10.Yamaha -এই প্রতিষ্ঠাতার নাম Torakusu Yamaha তাই উনার নামে এই কোম্পানি।
আশা করি আর্টিকেল টি আপনার ভালো লেগেছে।শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।